বিলালুর রহমান,সিলেটঃ জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ভারতীয় ৬ গরু ও একটি ডিআই গাড়ি আটক করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর সোমবার রাতে ২টার দিকে গোপন সংবাদ পেয়ে পুলিশ উপজেলা সদরের ফেরীঘাট লালাখাল-লক্ষীপ্রসাদ রাস্তায় এই অভিযান পরিচালনা করে ভারতীয় ৬টি গরু আটক করেন। এসময় গরুর মালিক ও গাড়ির চালক পালিয়ে যান। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র দিক নিদের্শনায় নিজপাট ইউনিয়নের লালাখাল-লক্ষীপ্রসাদ সড়ক এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) বলেন,
গোপন সংবাদ পেয়ে পুলিশ এই অভিযান পরিচালনা করে ৬টি ভারতীয় গরু ও একটি ডিআই গাড়ি জব্ধ করেছে।
তিনি জানান, জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান সহ ভারতীয় অবৈধ পন্য ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সীমান্তে অপরাধ নিয়ন্ত্রনে নিরলস ভাবে কাজ করছছেন। ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। সীমান্তে পুলিশের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।