পঞ্চগড় প্রতিনিধিঃ কেন্দ্রীয় কমিটি অনুমোদিত পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের নতুন কমিটি বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত গণ অনশন কর্মসূচি বৈরী আবহাওয়া কারনে স্থগিত করেছেন পঞ্চগড় জেলা শ্রমিক দলের পদ বঞ্চিত নেতা কর্মীরা। গত ১৩ সেপ্টেম্বর বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে সাত দিনের ভিতর এই অবৈধ কমিটি ভেঙ্গে না দিলে ২১ সেপ্টেম্বর গণ অনশনের কর্মসূচি ঘোষণা করেন। শ্রমিক দলের সাবেক আহবায়ক আহমেদ আলী ছবি বলেন
বলেন ৯০ ভাগ শ্রমিক নেতৃবৃন্দের দাবি উপেক্ষা করে গোপনে ৫ সদস্যের এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটি বাতিলের দাবিতে আজ আমাদের গণ অনশন কর্মসূচি ছিল পঞ্চগড়ে বৈরী আবহাওয়ার কারণে আপাতত গণ অনশন কর্মসূচি স্থগিত করা হলো। এই কমিটি বাতিল না করলে পরবর্তীতে আমরা সকল শ্রমিকদের নিয়ে বৃহত্তর কর্মসূচির ডাক দিব।