স্বপন কুমার রায়,খুলনাঃ ধর্ম যার যার রাষ্ট্র সবার,ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই-এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের খুলনা শাখার
আয়োজনে কর্মি সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সমঅধিকার সমমর্যদাপ্রতিষ্ঠার আন্দোলনকে আর ও বেগমান করার লক্ষে এবং সংখ্যালঘুসংগঠন কতৃক ঘোষিত দফা বাস্তবায়নে বাংলাদেশযৃবঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ আজ ২২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টারদিকে খুলনা দোলখোলা শ্রীশ্রী শীতলা ঠাকুরানী মন্দির প্রাঙ্গনে খুলনা জেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়।ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার রায়ের সভাপতিত্বেবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুব কমিটির সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাড,গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।
কর্মী সমাবেশ আলোকিত অতিথি ছিলেন সভাপতি মন্ডলীর সদস্য বিজয় কুমার ঘোষ।কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তিলক গোস্বামী, বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি বিমান বাহারী রায় অমিত,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, গৌর পদ বাছাড়।কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুব কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি রবার্ট নিক্সন ঘোষ।বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি সুদীপ্ত সরকার সূর্য্য,কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি ঋত্বিক রায় বাহাদুর,কেন্দ্রীয় যুব কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়,খুলনা জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু।সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন যুব ঐক্য পরিষদ কর্মী সমাবেশ প্রস্তূত কমিটির আহ্বায়ক কানাই মন্ডল।সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি পাপ্পু সরকার প্রমূখ।