সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি। জন্ম ও মৃত্যু নিবন্ধন করি,নাগরিক অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও রাণীশংকৈলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,ইউ আর সি ইন্সট্রাক্টার আবিদুল হাসান,ইউপি চেয়ারম্যান,আবুল হোসেন,আবুল কালাম, আব্দুল বারী,আবুল কাশেম, শরৎ চন্দ্র রায়, প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী, ইউনিয়ন সচিব দবিরুল ইসলাম,পৌর কাউন্সিলর মতিউর রহমান,ইউনিয়ন পরিষদের সচিবগণ,সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।