মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষে ভোলার লালমোহনে আওয়ামীলীগের উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১০ অক্টোবর) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ড কতৃক আয়োজিত উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, আওয়ামীলীগ উন্নয়নের দল। শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, দেশের উন্নয়ন হয়, জনগণের ভাগ্যোন্নয়ন হয়। আর বিএনপি জামাত নৈরাজ্যের দল, আগুন সন্ত্রাসের দল, মানুষের জানমাল বিনষ্টকারী দল। শেখ হাসিনার উন্নয়নে তাদের গা জ্বলে, তাই বিদেশি প্রভূদের কাছে ধর্ণা ধরে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা। তিনি আরও বলেন, কোনও ষড়যন্ত্রই কাজ হবে না, দেশের মানুষ আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে। লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ড থেকে উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিল রায়হান মাসুমের সভাপতিত্বে উন্নয়ন সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, আ.ন.ম শাহ জামাল দুলাল প্রমুখ।