মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরায়। এখনো পর্যন্ত ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা ।রোববার (২৯ অক্টোবর) সকালে শহরের সড়কগুলোতে স্বাভাবিক দিনের মতোই যানবাহন চলতে দেখা গেছে। সড়কে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। তবে সাতক্ষীরার বেশ কিছু জায়গায় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ।অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর থেকে জানানো হয়েছে, হরতালে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় যাতে প্রভাব না পড়ে এ দিকটিই দেখছি আমরা। যদি কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে।দোকান-পাট,সরকারি-বেসরকারি অফিস-আদালত খোলা রয়েছে। হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি। এদিকে, যে কোনো ধরনের নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন। সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে সাতক্ষীরার সকল রুটে বাস-মিনিবাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সকাল থেকেই সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।