জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ “জঙ্গি-সাম্প্রদায়িকতা, দলবাজি-দখলবাজি ও বাজার সিন্ডিকেট ধ্বংস করে জাসদের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠার চলমান আন্দোলন আরও বেগবান করতে হবে” বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস মোকাবেলা ও পশ্চিমা শক্তির চোখ রাঙানীর তোয়াক্কা না করে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সবাইকে রাজপথে থাকতে হবে, “আলহাজ্ব আব্দুল আলীম স্বপন” জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেছেন, জঙ্গি-সাম্প্রদায়িকতা, দলবাজি-দখলবাজি ও বাজার সিন্ডিকেট ধ্বংস করে জাসদের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠার চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস মোকাবেলা ও পশ্চিমা শক্তির চোখ রাঙানীর তোয়াক্কা না করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সবাইকে রাজপথে থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও সামগ্রিক উন্নয়ন কার্যক্রম চলমান রাখার স্বার্থেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষুদ্র দলীয় মতাদর্শেের উর্দ্ধে উঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে হবে। জাসদ নেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন গত মঙ্গলবার বিকেলে ভেড়ামারা বাসস্ট্যান্ডে উপজেলা জাসদের আয়োজনে দলের ৫১-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে রাখা বক্তব্যে এসব কথা বলেন। ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম আনসার আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত আজকের ঐতিহাসিক বিশাল এই জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় যুবজোটের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ভেড়ামারা পৌরমেয়র আনোয়ারুল কবির টুটুল, কুষ্টিয়া জেলা জাসদের কৃষিবিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, জাসদ নেতা মইনুল হক ডাবলু, উপজেলা জাতীয় যুবজোট ও চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি এবং অত্র ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল প্রমূখ। জনসভা শেষে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত তারকা ঐশীসহ অন্যান্য বরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024