মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: “কমিউনিটি পুলিশিং এর মুল মন্ত্র -শান্তি শৃঙ্খলা সর্বত্র” শীর্ষক স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন করা হয়েছে। শনিবার সকালে লালমোহন থানার উদ্যোগে এ উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কমিউনিটি পুলিশং নিয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ এস.এম. মাহবুব উল আলম আলোচনায় বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। বাল্যবিবাহ কে নিরুৎসাহিত করেছেন।সন্ত্রাসবাদ,জঙ্গীবাদ দমন করে পুলিশিং কার্যক্রমকে গতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি। যেকোনো জরুরী প্রয়োজনে ৯৯৯ এর ইমার্জেন্সি সেবা দেয়ার জন্য পুলিশ সবসময় বদ্ধপরিকর রয়েছে। কিশোর গ্যাং এর মত কোন সংগঠন যেন এলাকায় জোট না বাধতে পারে সেজন্য সকলে সতর্ক থাকতে হবে। “সামাজিক ব্যাধি” যৌতুকের বিরুদ্ধে সকলকেই সচেতনতামূলক অবস্থান কামনা করেন তিনি।স্কুল-কলেজগামী মেয়েরা যেন নিরাপদে স্কুলে যেতে পারে তাই ইভটিজিং রোধ কল্পে আইনী পদক্ষেপ গ্রহন। সর্বপরি,এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কে স্বাভাবিক, সহনশীল ও শান্তিপূর্ণ রাখার জন্য ওসি থানা এলাকার সকল জনসাধারণের একান্ত সহযোগিতা কামনা করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সহসভাপতি, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, স্কুল ও কলেজের শিক্ষক বৃৃন্দ, সুধীজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।