মেহেরপুর প্রতিনিধি
অনলাইনে মুক্তিযোদ্ধাদের ক তালিকাভুক্ত নিয়ে মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুরে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে।
শনিবার (১৮ নভেম্বর ) সকাল সাড়ে দশটার সময় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি আয়োজিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী,বীর মুক্তিযোদ্ধা শহীদ সাদিক হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির আরজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল,বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মকলেসুর রহমান ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে তারা মুক্তিযোদ্ধাদের ক তালিকাভুক্ত নিয়ে মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন।