হেলাল হোসেন কবিরঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩ আসনের নৌকা মার্কার প্রার্থী এ্যাড. মতিয়ার রহমানকে চূড়ান্ত ভাবে দলীয় নমিনেশনের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে দেখতে চেয়ে মিছিল বাহির করেন তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা।
আজ সোমবার (২০ নভেম্বর) বিকাল চার ঘটিকায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এই মিছিল বাহির হয়। সেখানে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, সভাপতি মোফাজ্জল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফ হোসেন বাদল।
উক্ত মিছিলে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মী এবং সাধারণ মানুষরা অংশ গ্রহণ করেন। গণমিছিলটি শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ে এসে শেষ হয়।