মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে গাংনীতে ফুটবল খেলতে গিয়ে স্বপ্নীল হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। কলেজ ছাত্র স্বপ্নীল তেরাইল গ্রামের কাউছার আলীর ছেলে। এবং স্থানীয় তেরাইল-জোড়পুকুরিয়া (বঙ্গবন্ধু) কলেজ) এর দ্বাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্র।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে বাড়ির পাশে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ ফুটবল বুকে আঘাত লাগলে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপ্নীল হোসেন তার বন্ধুদের নিয়ে বাড়ির পাশে ফুটবল খেলছিলো। আকস্মিক ভাবে ফুটবলে তার বুকে লাগলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জামিরুল ইসলাম বলেন, বুকে আঘাত জনিত কারনে তার মৃত্যু হতে পারে। তবে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিলো।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।