মুশফিক হাওলাদার, বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহনে শিক্ষার মানন্নোয়ন ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু লাল নন্দি।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য শেষ নয়।সন্তানের বিষয়ে সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করতে হবে প্রতিটি অভিভাবককে। তাহলেই সন্তানরা সঠিক পথে এগিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠান সঞ্চালন ও সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, এসময় উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মারুফ হোসেন, হ্যালিপ্যাড নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।