স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৬ ডিসেম্বর বুধবার সকাল ১০ টারদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়, দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত,, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণরায়, পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা প্রজিৎ রায় উপজেলা আর সি ইন্সপেক্টর মোসলেম উদ্দিন,উপজেলা আনসার ভিডিপির সহকারী কর্মকর্তা মোঃ রাকিব উদ্দিন, উপজেলা তথ্য আপা চালনা এম এম কলেজ অধক্ষ্য অসীম কুমার থান্দার, বীরমুক্তিযোদ্দা অহেদ আলী দাকোপ প্রেসক্লাবে সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, প্রধান শিক্ষক চিন্ময় বিশ্বাস, প্রশান্ত কুমার মন্ডল, সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।