খুলনা ব্যুরো প্রধান: সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো- অপারেশনের তত্ত্বাবধায়নে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওত্তায় ৭ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে দাকোপ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ববিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন দাকোপ উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের অপরাজিতা ও প্রাক্তন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, এ্যাডভােকেট সুভদ্রা সরকার,মনীষা গাইন।
প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা। প্রশিক্ষণে আরো উপস্থিত থাকেন উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর অপরাজিতা ও প্রাক্তন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার, লিপিকা রানী বৈরাগী, উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি বিথীকা রায়,অপরাজিতা মলিনা জোদ্দার,বিথীকা রায়,কনকলতা বিশ্বাস, রূপালী মির্জা,কনিকা গোলদার,লিপি মন্ডল।