মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা: ‘আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব’ ভ্যাট দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১-২২ অর্থবছরে খুলনা জেলার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে খুলনা হোটেল সিটি ইন মিলনায়তনে এ সম্মাননার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্টানে সাতক্ষীরার পাটকেলঘাটার কৃতি সন্তান মেসার্স তুবা পাইপ এন্ড ফিটিং ইন্ডাস্ট্রিজ স্বত্বাধিকারী তরুন উদ্যোক্তা মীর শাহিন কে সেরা করদাতা হিসেবে সম্মাননা পত্র ও ক্রেষ্ট তুলে দেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। মীর শাহিন সততা ন্যায় নিষ্ঠা ও পরিশ্রমে খুলনা সাতক্ষীরা মহাসড়কের কাপাসডাঙ্গা এলাকায় কারখানা স্থাপন করে ৫ শতাধিক বেকারকে কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়ে অনন্য নজির স্থাপন করেছে। বয়সে তরুন উদীয়মান এ উদ্যোক্তার সেরা কর দাতা হিসেবে সম্মাননা অর্জন করায় জেলার সকল শ্রেনী পেশা ও সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে তুবা পাইপ এন্ড ফিটিং ইন্ডাস্ট্রির মালিক মীর শাহিন হোসেন এ প্রতিবেদককে জানিয়েছেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মানুষ ও মানবতার কল্যাণের জন্য কাজ করে যেকে চাই। দেশ আমাকে যে সম্মাননা দিয়েছে এতে আমি গর্বিত হয়ে আগামীতে আরো মানুষের কর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মমূখী কারখানা গড়ে তুলব।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ভ্যাট সম্পর্কে জনসাধারণের সচেতনতা বাড়ানো ও ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করতে হবে। দেশ ও জাতির উন্নয়নে ভ্যাট ও কর দিতে হবে। আমাদের দেশের মানুষ যদি সঠিকভাবে ভ্যাট প্রদান করে তা হলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ। খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এ অনুষ্ঠানের আয়োজন করে।