স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. আব্দুল লতিফ আজ সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
তিনি চাকুরীজীবনে দীর্ঘদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসাবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি দৈনিক আমাদের সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে মরহুম ডাঃ আব্দুল লতিফের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে করছে।
মরহুম ডা. আব্দুল লতিফের নামাজে জানাজা আজ বাদ এশা জান্নাতুল মাওয়া কবরস্থান সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে।