সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি: যে কেউ চাইলেই নিজের সাধ্য মতো শীতের জামা কাপড় ঝুলিয়ে রেখে যেতে পারেন। আবার প্রয়োজন মত নিয়ে যেতে পারেন।
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে এমনই এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে গ্রীন ভয়েস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
২০ শে ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাণীশংকৈল শাখা সংলগ্ন দেওয়ালে মানবতার দেওয়াল ব্যানারে গ্রীন ভয়েস রাণীশংকৈল শাখার সদস্যদের উদ্যোগে এই মানবতার দেওয়ালের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টিভির উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী । রাণীশংকৈল ডিগ্রী কলেজের গেম শিক্ষক আব্দুর রাজ্জাক ।গ্রীন ভয়েস রাণীশংকৈল শাখার সদস্য রিপন আহমেদ, আব্দুল্লাহ আল মিম, ফেরদৌস আলম চয়ন, আল আমিন
আহমেদ, সায়েম চৌধুরী , ইনতিসার হোসেন রাদ, মাহফুজুর হাসান মুন্না, ইয়াসিন আরাফাত, সোহান, কাইয়ুম হাসান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, একে আজাদ, লেমন সরকার, মেহেদী হাসান, মাহবুব আলম, খালেদ মাহমুদ সুজন ।
গ্রীন ভয়েস রাণীশংকৈল শাখার সদস্যবৃন্দরা বলেন মানবতার দেয়াল’ কার্যক্রম। মানুষের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। পাশাপাশি তিনি সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে অসহায়ের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান তারা।