মোঃ আসাদুজ্জামান সনেট, কালীগঞ্জ প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে এবারে জলপথের নৌকার সাথেই হবে স্থলপথ ট্রাকের যুদ্ধ। কালীগঞ্জ উপজেলার ১ টি পৌরসভা, ১১টি ইউনিয়ন ও ঝিনাইদহ সদরের ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে প্রার্থী সংখ্যা ৫ জন। এদের মধ্যে দুই বারের বর্তমান এমপি কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নোৗকার মনোনীত প্রার্থী এমপি আনোয়ারুল আজীম আনার একজন হেভিওয়েট প্রার্থী হিসাবে পরিচিত।
ভোটারদের অভিমত মুলত তারই সাথে লড়াইয়ে থাকবেন একই দলের কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের আব্দুর রশিদ খোকন। তবে, তিনি ইতিপূর্বে কোন নির্বাচনেই অংশগ্রহন না করলেও এবারেই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বর্তমানে শহর গ্রামাঞ্চলের হাটে বাজারে ওই দুই প্রার্থীর সভা সমাবেশ, প্রচার প্রচারনা ও পোষ্টারে ছেয়ে গেছে। বাকী প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ইমদাদুল হক বাচ্চু, তৃর্ণমূল বিএনপি’র সোনালী আশ প্রতিকের সাবেক সংসদ নূরউদ্দিন আহমেদ. ও স্বতন্ত্র ঈগল প্রতিকের নজরুল ইসলাম ছানার প্রচার প্রচারনা যেন অনেকটাই প্রচার মাইকের মধ্যেই সিমাবদ্ধ রয়েছে।
প্রতিক বরাদ্ধের পর থেকেই নির্বাচনের প্রচার প্রচারনা এখন তুঙ্গে। প্রার্থীদের মধ্যে বর্তমান সাংসদ ও নৌকার প্রার্থী আনোয়ারুল আজিম আনার এবারও ৩য় বারের মত দ্বাদশ সংসদ নির্বাচনেও নৌকার মনোনয়ন পেয়েছেন। তার বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা ও নৌকার টিকিট পাওয়ায় ভোটের জরিপে তার অবস্থানই বেশ শক্ত বলে দাবী আ’লীগের তৃনমুলের নেতা কর্মীদের। এছাড়াও গত দুই বারের এমপি হওয়ার আগেও তিনি উপজেলা পরিষদ নির্বাচনে দেশের মধ্যে সর্বেŸাচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছিলেন। এবার ভোটের মাঠে তার সাথে রয়েছেন আ”লীগের প্রবিন নেতা কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান ও অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দলীয় নেতা কর্মীদের ভার্ষ্য, এ আসনের বর্তমান বেশিরভাগ জনপ্রতিনিধিরা নৌকার পক্ষে থাকায় তাদের অবস্থানটাই দৃড়। তবে, এ আসনে আ’লীগ দুটি গ্রæপে বিদ্যমান। নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আ’লীগের উভয় গ্রæপের থেকে ১৪ জন ফরম কিনেছিলেন। এদের মধ্যে বর্তমান এমপি আনারকে আ’লীগের মনোনয়ন দিলেও ছিটকেপড়াদের মধ্যে আব্দুর রশিদ খোকন স্বতন্ত্র প্রার্থী হন। তিনি কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাবেক এমপি মরহুম আব্দুল মান্নানের ছোট ভাই। নতুন মুখ হিসাবে এবারেই স্বতন্ত্র প্রার্থী হলেও উপজেলা আ’লীগের একটি গ্রæপ তার পক্ষেই কাজ করছেন। সে কারনে নৌকার সাথে তারই ভোটযুদ্ধ হবে ভোটারদের অভিমত।
ভোটের হালচাল নিয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীগের বর্ষিয়ান নেতা এস এম জাহঙ্গীর সিদ্দিকী ঠান্ডু ও উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু সহ একাধিক নেতৃবৃন্দ জানান, এলাকার উন্নয়নে এমপি আনার একজন পরীক্ষিত নেতা। তিনি সারাদিন মটরসাইকেলে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। নেতা কর্মীদের খোজ খবর নেওয়া ছাড়াও সাধারন মানুষের দ্বারে দ্বারে গিয়ে থাকেন। তিনি সরকারিভাবে অসংখ্য উন্নয়নের পাশাপাশি ব্যক্তিগতভাবেও দলমত নির্বিশেষে বহু মানুষকে সহায়তা করে থাকেন। এসব বিশ্লেষনে তাদের আশা, এলাকার উন্নয়নের কথা ভেবেই সাধারন ভোটাররা আবারও এমপি আনারকে বিজয়ী করবেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনের ট্রাক প্রতিকের কর্মী সমর্থকদের ভার্ষ্য, প্রার্থী স্বতন্ত্র বা নতুন হলেও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহ একাংশের নেতা কর্মীরা তাদের পক্ষেই কাজ করছেন। তার বড় ভাই এক সময়ে এমপি ছিলেন। পরিবারের ঐতিহ্য আছে। এবারের জয় পরাজয়টা ভোট যুদ্ধের মাধ্যমেই হবে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৬২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬১৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ও তৃতীয় লিঙ্গের ৪ জন।