মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: গৌরব ও অহংকারের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাচীন সাংবাদিক সংগঠন ‘ঈদগাঁও প্রেস ক্লাবের’ রজত জয়ন্তী উৎসব। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঈদগাঁও পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে খেলাধুলা, র্যাফল ড্র, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সুধী সমাবেশ, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহান জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। উদ্বোধক ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লে. কর্ণেল অব: ফোরকান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো। অতিথিদের মধ্যে বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা কৃষকলীগ সভাপতি আবছার কামাল, ঈদগাঁও উপজেলার ভাইস-চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক রুবেল, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল করিম। ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অতিথি ছিলেন শিল্পপতি আসির আউসাফ তকি, ফখরুদ্দিন কাজল, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক সোলতান আহমদ, ঈদগাঁও ৩নং ওয়ার্ড মেম্বার কামাল হোসাইন, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম, মমতাজুল ইসলাম খাঁন, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সদস্য শওকত আলম, লেখক কাফি আনোয়ার, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসীম উদ্দীন, বে- বেঙ্গল নিউজ ডট কম সম্পাদক ওসমান সরওয়ার ডিপো, জেলা খেলাফত মজলিশ নেতা ইমরান উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সাহেদ কামাল, মাস্টার আমানুল্লাহ, ব্যবসায়ী সৈয়দ আকবর হেলালী, সৈয়দ করিম, উপজেলা বাস্তবায়ন পরিষদ নেতা রাশেদুল আমির চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা সাড়া নুরু, ফরিদুল আলম, পরিবেশ আন্দোলন নেতা নাসির উদ্দিন আলপনা, বস্ত্র ব্যবসায়ী জিয়াউল হক রাসেল, মনির আহমদ, শ্রমিক নেতা জামাল উদ্দিন, পরিবহন নেতা শাহজাহান, রাশেদ ফরাজী, ঈদগাঁও থানা প্রতিনিধি, মেহের ঘোনা রেঞ্জ প্রতিনিধি প্রমুখ। প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিনের সংঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঈদগাঁও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন। কোরান তেলাওয়াত করেন প্রেস ক্লাবের ধর্ম সম্পাদক হাফেজ বজলুর রহমান। উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালী, হাফেজ তৈয়ব জালাল, সহ-সাধারণ সম্পাদক এম, শফিউল আলম আজাদ, যুগ্ম সম্পাদক এম, আবু হেনা সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, এম, ছরওয়ার শিফা, ওসমান গনি ইলি, মনছুর আলম, আলা উদ্দিন, মোজাম্মেল হক, কাউছার উদ্দিন শরীফ, রফিক উদ্দিন লিটন, এনামুল হক, আজিজুর রহমান রাজু ও নুরুল আজিম মিন্টু। বক্তারা বলেন, সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পেশা। এতে দেশ ও দশের কল্যাণে যেমন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা যায়, তেমনি অপ-সাংবাদিকতা খুবই ক্ষতিকর পরিস্থিতি বয়ে আনে।
তাই সাংবাদিক সমাজকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে। ২৫ বছরে পদার্পণ করায় ঈদগাঁও প্রেস ক্লাবের অগ্রগতি কামনা করেন উপস্থিত অতিথিরা। প্রধান অতিথি তার বক্তব্যে প্রেস ক্লাবের জন্যে একটি অফিসের ব্যবস্থা করার আশ্বাস দেন। অনুষ্ঠানের শুরুতে হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিনের পরিচালনায় এতে বিচারক ছিলেন সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রতিযোগিতায় সকল সদস্য অংশগ্রহণ করলেও তিনজন পুরস্কার পান।
বিজয়ীরা হলেন হাফেজ তৈয়ব জালাল, নাছির উদ্দিন পিন্টু ও হাফেজ বজলুর রহমান। পরে প্রেস ক্লাব সদস্য- অতিথিদের অংশগ্রহণে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে ১ম পুরস্কার জিতে আজিজুল হক রাজু, ২য় পুরস্কার এনামুল হক, ৩য় পুরস্কার ইমরুল হাসান রাশেদ, ৪র্থ পুরস্কার মনছুর আলম ও ৫ম পুরস্কার আবু হেনা সাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধককে ঈদগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান ও অন্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে অতিথি সহ দুই শতাধিক গণ্যমান্য কে নৈশভোজে আপ্যায়ন করা হয়।