বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়, শিক্ষার সাথে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে।
শনিবার (২ মার্চ) জয়পুরহাট জেলার পাঁচবিবি মহিপুর হাজী মহসীন সরকারি কলেজ এর বাংলা বিভাগ কতৃক আয়োজিত শিক্ষা সফর-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা সফরে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত উত্তরবঙ্গের সুনামধন্য “স্বপ্নপুরী” নবাবগঞ্জ কাঠের সেতু, নবাবগঞ্জ সীতাকোট বিহার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।
দিনব্যাপি এ শিক্ষা সফরে শিক্ষার্থী ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আ.ফ.ম মাহবুবুল হায়দার, প্রভাষক,
রাজিবুল ইসলাম,প্রভাষক তাহিদুল হক, অফিস সহকারী খোকন ইসলামসহ শিক্ষার্থীদের সফরে নিয়ে যাওয়া হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সুস্থ ধারার মানসিকতা, সু-শৃঙ্খলতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।