এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গার জীবননগরে হাসপাতাল এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২ মার্চ) রাত ১১টা: ৩০মি: সময় হাসপাতাল সড়কের সোলাইমান সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জীবননগর হাসপাতালের কাছে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রাত ১১টা: ৩০মি: সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১০ মিনিটের মতো চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। জীবননগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালিদ হুসাইন জানান, রাত ১১টা: ৩০মি: সময় আগুন লাগে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৭/৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি।রতিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। এ অগ্নিকাণ্ডে দেড় থেকে দুই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।