মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলায় মানসিক ভারসাম্যহীন অসহায়-দুস্থ ফুটপাতে ঘুরে-বেড়ানো সেই সীমা মজুমদারের চিকিৎসার দায়িত্ব নিলেন ভোলার সিভিল সার্জন ডাক্তার কে.এম শফিকুজ্জামান।
জানা গেছে,গত কয়েক দিন আগে ভারসাম্যহীন সীমার রানীর পাশে কেউ নেই,অবহেলায়,অনাদারে জিবন কাটছে এমন বিষয় উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেন অনেকেই।বিষয়টি নজরে আসে সিভিল সার্জন ডাক্তার কে.এম শফিকুজ্জামানের।
পরে ভোলার সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান নির্দেশে গত কয়েকদিন আগে ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মনিরুল ইসলামের তত্বাবধায়নে সীমা মজুমদারের চিকিৎসা শুরু হয়। বর্তমানে সীমা মজুমদার ভোলা সদর হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন,এখন সীমা মজুমদার কিছুটা সুস্থ টা বোধ করলে ও তাকে উন্নত চিকিৎসার প্রয়োজন মনে করেন এখানকার সাধারণ মানুষ।
বিষয়টি নিয়ে রবিবার ৩ মার্চ কথা হয় ভোলার সিভিল সার্জন ডাক্তার কে.এম শফিকুজ্জামানের সাথে।তিনি বলেন,সীমা মজুমদারের চিকিৎসা সেবা চলছে,প্রতিদিন সীমা মজুমদারের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে,পূর্বের চাইতে সীমা মজুমদার এখন অনেকটা উন্নতির দিকে।তিনি জানান,সীমা মজুমদারের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ভোলা সদর হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে,ইতিমধ্যেই আমি পাবনা জেলা সিভিল সার্জনের সাথে কথা
বলেছি খুব দ্রুতই সীমা মজুমদারকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হবে।এসময় তিনি আরো বলেন,সীমা মজুমদারের চিকিৎসা সহ যাবতীয় দায়িত্ব আমি নিলাম,আমি তাকে আমার পরিবারের একজন সদস্য হিসেবে সেবা দিয়ে যাব,প্রতি মুহূর্তেই তার খোঁজ-খবর নিচ্ছি,সীমা মজুমদার ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মনিরুল ইসলামের তত্ত্বাবধায়নে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে ও জানান সিভিল সার্জন।
সর্ম্পকিত খবর সমূহ..
September 1, 2024