মোঃ আসাদুজ্জামান আপেল,পঞ্চগড় প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) পঞ্চগড় সার্কিট হাউজ হলরুমে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভুমিকা শীষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর পরিচালক একেএম আজিজুল হকের সভাপতিত্বে এসময়
দিনব্যাপী কর্মশালায় জেলার ৩০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।