বিলালুর রহমান,সিলেট জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখার সভাপতি শরীফ মাহমুদ বলেছেন, রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে উপনীত হয়েছে মাহে রামাদ্বান। এই রামাদ্বানের মূল শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন ও তাকওয়া ভিত্তিক সমাজ গঠন। আর এই রমজানেই কোরআন নাজিল করা হয়েছে মানুষকে আলোর দিকে ধাবিত করার জন্য। কোরআন নাজিল হয়েছে কোরআনভিত্তিক সমাজ গঠনের জন্য। অতএব কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য সকলের আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। আমরা ইসলামী ছাত্রশিবির এই সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমাদের ২৩৪ জন ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমাদের অনেক দায়িত্বশীল ভাইকে শহিদ হতে হয়েছে।
মঙ্গলবার সিলেট নগরে পবিত্র মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে র্যালী পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে নগরীর করিম উল্লাহ মার্কেট থেকে মিছিল শুরু হয়ে জেল রোড পয়েন্টে এসে শেষ হয়।
মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে তিনি বলেন, অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ করুন। মাহে রমজানকে সামনে রেখে দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধ রাখুন। সিনেমা হল গুলো বন্ধ রাখুন। খেটে খাওয়া মানুষদের দিকে আপনারা লক্ষ্য রাখুন। আপনারা রিকশাওয়ালা, দিনমজুর, শ্রমিকদের প্রতি লক্ষ্য রাখুন। দেখবেন তারা কিভাবে কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে আপনারা রোধ করুন। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যকে নামিয়ে নিয়ে আসুন।
শরীফ মাহমুদ বলেন, যতক্ষণ পর্যন্ত এই সমাজে কোরআনের রাজত্ব কায়েম হবে না, ইসলামী ছাত্রশিবির ক্ষান্ত হবে না। এই জমিনে দ্বীন কায়েমের জন্য, ইসলামী শাসনব্যবস্থা কায়েমের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য, জিহাদ করার জন্য, ইসলামী ছাত্রশিবির সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
মহানগর সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পশ্চিমের সভাপতি রায়হান আহমদ, সিলেট জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান সিকদার ও সিলেট মহানগর সেক্রেটারিয়েটবৃন্দ।