মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ১৩ মার্চ বুধবার উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা চোরা চালান, সন্ত্রাস নাশকতা ও মাদক নিয়ন্ত্রণ প্রচারণা কমিটির সভা এবং সমন্বয় অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও–২ আসনে সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজন এমপি । বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছারের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের পেলেন চেয়ারম্যান -১ আলেয়া পারভীন , বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসানাত বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ, ইউপি চেয়ারম্যান মোঃ আকালু, দিলীপ কুমার চ্যাটার্জী, সমর কুমার চ্যাটার্জী, ফজলে রাব্বী রুবেল, বালিয়াডাঙ্গী থানার কর্মকর্তা, বিজিবি সদস্য বৃন্দ, বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সকল সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রমুখ । আইন শৃঙ্খলা সভা শেষে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ আলেয়া পারভীনের সভাপতিত্বে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সর্ম্পকিত খবর সমূহ..
September 9, 2024