কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন প্রবাসী আলোর দিশারি জনকল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে অসহায় হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মার্চ) দুপুর ২টায় উপজেলার জামিউল উলুম নূরীয়া পাড়ুয়া বটেরতল মাদ্রাসা হলরুমে ৩৫০টি পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ঢেউটিন ও দুঃস্থ পরিবারে আর্থিক অনুদান প্রদান করা হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দক্ষিণ আফ্রিকা প্রবাসী আবু জাফর দোলনের সভাপতিত্বে ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, রাজনীতিবীদ শওকত আলী বাবুল, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসাইন, মাওলানা ফয়জুর রহমান, ফরহাদ হোসেন, সাবেক মেম্বার এখলাছুর রহমান, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুল হাছিব, গোলাম রব্বানী, আজিজুল হক, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ, রাজনীতিবীদ আশরাফুল ইসলাম চাঁন মিয়া, আঙ্গুর মিয়া, মেম্বার জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, জামিউল উলুম নূরীয়া পাড়ুয়া বটেরতল মাদ্রাসার পরিচালক মাওলানা শফিকুল হক, সংগঠনের সহসভাপতি রফিক তালুকদার, বাস্তববায়ন কমিটির নিজাম উদ্দিন, এম ময়নুল ইসলাম, আলমগীর, এখলাছ আহমদ, মাহফুজ আহমদ হালকার প্রমুখ। এসময় অনলাইনে যুক্ত হয়ে চলমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সৌদি আরব প্রবাসী হাজী আবদুল লতিফ ও সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী দবির ওয়াহিদ।
বক্তারা বলেন, প্রবাসী আলোর দিশারি অত্র অঞ্চলে ইতিমধ্যে বৃহত্তম একটি সামাজিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। বিভিন্ন সমকালীন দূর্যোগে
এই সংগঠনের মাধ্যমে শত শত অসহায় পরিবার সহযোগিতা পাচ্ছে। আর্তমানবতার সেবায় সংগঠনের দায়িত্বশীলরা দলমত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন ও সেবামূলক কাজ করে যাচ্ছে। পরিশেষে সংগঠনের সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।