আরিফুজ্জামান চাকলাদারঃ আসন্ন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ তাহিদুর রহমান মুক্ত প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।
সোমবার ১৫ এপ্রিল দুপুর ১২ টার সময় প্রেসক্লাব আলফাডাঙ্গার অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব এর সভাপতি আরিফুজ্জামান চাকলাদার আপেল এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মুকুল শরীফ এর পরিচালনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় তাহিদুর রহমান মুক্ত বলেন, “আমি
দীর্ঘদিন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের রাজনীতি করেছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে কাজ করে চলেছি। জাতীয় নির্বাচন থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন নির্বাচনেগুলোতে নৌকা প্রার্থীর পক্ষে করেছি। গত উপজেলা নির্বাচনে আমি দলীয় নমিনেশন চেয়েছিলাম না পেয়ে বিদ্রোহী প্রার্থী না হয়ে দলের নির্দেশনা মেনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছি।আলফাডাঙ্গা ১২৩টি গ্রামে নীরবভাবে মানুষের কল্যাণে কাজ করেছি। আমি নির্বাচিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কাজ করে যাব। এলাকার নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কাজ করব। সবাইকে সাথে নিয়ে এই উপজেলা কে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি সকল সুযোগ সুবিধা অসহায় ও বঞ্চিত মানুষের মাঝে সঠিক ও সুষমভাবে বন্টন করব। বেকার যুবকদের প্রকৃত মেধাকে বিকাশিত করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলব। আইসিটি খাতে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তুলবো। ঢাকা মুখি না করে নিজ এলাকাভিত্তিক স্বনির্ভরতা অর্জনের ভূমিকা রাখব নদী ভাঙ্গন তিনটি ইউনিয়নে এখনো কিছুটা অবহেলিত রয়েছে ওই এলাকায় পরিকল্পিত উন্নয়নের সজাগ দৃষ্টি রাখব। স্বাধীনতার স্বপক্ষে রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ সরকারের পক্ষে মোকাবেলা করব। মাদক ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের সাথে কাজ করে যাব।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দা নাজনীন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, দপ্তর সম্পাদক জান্নাত খান, কার্যকারী সদস্য ইস্রাফিল ফকির, কার্যকরী সদস্য মামুন অর রশিদ, দেশ বুলেটিন প্রতিনিধি বুখারী মল্লিক প্রমুখ।