মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ২০ এপ্রিল শনিবার ঠাকুরগাঁও জেলা সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় ঠাকুরগাঁও জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১৩ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১০৫ গ্রাম গাঁজা, ২ জন মাদক ব্যবসায়ী সহ ৪ জন জুয়ারিকে আটক করা হয় । পীরগঞ্জ উপজেলার ৮নং- দৌলতপুর ইউপির কনপাড়া গ্রামের জনৈক মোঃআব্দুর জব্বার এর লিজকৃত পুকুরপাড়ে অবৈধ জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়ারিকে ১(এক) সেট তাস ও জুয়া খেলা বাবদ নগদ ১,৪০০/- টাকা সহ আটক করা হয়। আটককৃত আসামির নাম- মোঃ সোহেল (২০), পিতা- মৃত মান্নান মিয়া, মোঃ রকি (২০), পিতা- মোঃ আবুল কালাম, মোঃ মাসুদ রানা (১৯), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সকলের সাং- দৌলতপুর এবং শ্রী নরহরি (৫০), পিতা- মৃত পরানসু, সাং- সিন্দল্যা, সকলের থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও।
পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানার পৌরসভাধীন ৩ নং- ওয়ার্ড এর রঘুনাথপুর গ্রামের জনৈক মোঃ বাবুল, পিতা- মৃত আজিম উদ্দীন এর বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১৩(তের) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার সহ আসামি মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৩), পিতা- মোঃ মফিজুল ইসলাম, সাং- রঘুনাথপুর, পীরগঞ্জ উপজেলা/থানা- জেলা- ঠাকুরগাঁও, আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। রুহিয়া থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত রুহিয়া থানা ২০ নং – রুহিয়া পশ্চিম ইউপির এমপির মোড় জনৈক তপন দাস এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০৫ (একশত পাঁচ) গ্রাম গাঁজা উদ্ধার সহ আসামি রিপন দাস(২১), পিতা- রবি দাস ,স্থায়ী: গ্রাম- মন্ডলাদাম, ঠাকুরগাঁও সদর উপজেলা/ থানা- রুহিয়া, জেলা- ঠাকুরগাঁও, আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ১টি, পীরগঞ্জ থানা- ১ টি, বালিয়াডাঙ্গী থানা-১ টি, রাণীশংকৈল থানা- ১ টি, ভূল্লী থানা- ১ জন এবং হরিপুর থানা-৩ টিসহ সর্বমোট ৮ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।