নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলায় ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নেতৃত্বে ভোলা সদর মডেল থানার এসআই মহিউদ্দিন জুয়েল,এএসআই ইলিয়াস হোসেন সহ একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ১১ টি প্রতারণা মামলার আসামী আব্দুল খালেক ওরফে টিন খালেক কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ২৩ মে বিকালে ভোলা সদর উপজেলার গাজিপুর রোড এলাকার ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,দীর্ঘদিন একের পর এক প্রতারণা করে আসছিলেন তিনি,একাধিক প্রতারণা মামলা হলে ও তাকে গ্রেফতার করা সম্ভব হয় নি,বিষয়টি ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান ও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার দৃষ্টিগোচর হলে ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে ১১ টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ খালেক কে গ্রেফতার করে ২৪ মে দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।