সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (৫ই অক্টোবর) শনিবার সকালে পৌরশহরে রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌরশহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজ মাঠে ফিরে আসে। পরে ডিগ্রি কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক তহিদুল ইসলাম, রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সাবেক সহ-সভাপতি সহকারি শিক্ষক হুমায়ুন কবির, রেজাউল করিম, প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি সদস্য প্রধান শিক্ষক ইয়াকুব আলী, প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ, সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক, প্রধান শিক্ষক বাবর আলী, সোহেল রানা, ফেরদৌস আলম মানিক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, অধ্যক্ষ আইয়ুব আলী ও আনোয়ারুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত বসাক, শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও তোবারক আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, জামায়াতে ইসলামী নায়েবে আমির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান এসময় বক্তৃতারা শিক্ষকদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন | অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক সহকারি শিক্ষক মোসারফ হোসেন |
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024