সুজন আলী, রাণীশংকৈল, প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ফায়ার সার্ভিস রোড, দক্ষিণ সন্ধ্যারই এলাকায় অবস্থিত রাণীশংকৈলের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ের লক্ষ্যে সকল শিক্ষার্থীদের, অভিভাবকদের অংশগ্রহণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (৫ই অক্টোবর) সকাল ১০ টায় আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলের পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য, মান উন্নয়ন সহ সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মাহিরুল ইসলাম। এসময় পরিচালক মিজানুর রহমান , তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, শিক্ষার্থীকে সত্যিকারের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে একজন অভিভাবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন্তানের পড়াশোনা থেকে শুরু করে, প্রতিটি বিষয়ে একজন অভিভাবক হস্তক্ষেপ থাকলে শিক্ষার্থী কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে। প্রতিটি সন্তানকে সঠিক গাইডলাইন দিয়ে আদর্শ মানুষ করার লক্ষ্যে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও সকল শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে পরিচালক মিজানুর রহমানের একান্ত ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সফলতার সাথে পাঠদান করে যাচ্ছে।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024