রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ শাহজাদপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন হয়েছে। শনিবার (৫ অক্টোবর) শাহজাদপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ওই নির্বাচনে সভাপতি পদে এম এ জাফর লিটন ২৭ ভোট পেযে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসানুজ্জামান তুহিন পেয়েছেন ২০ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আল আমিন হোসেন ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ১৭ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে রাসেল সরকার ৩৯ ভোট, শামছুর রহমান শিশির ৩০ ভোট, শফিউল হাসান চৌধুরী লাইফ ২৯ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকারিয়া মাহমুদ ৩৫ ভোট, আমিনুল ইসলাম ২৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে কোরবান আলী লাভলু ২৮ ভোট, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে জহুরুল ইসলাম ৩১ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মির্জা হুমায়ুন ৩৬ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে পিএম পলাশ ৩২ ভোট এবং ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আমিরুল ইসলাম ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান শফিকুজ্জামান শফি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, প্রেসক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে অর্থ বিষয়ক সম্পাদক পদে মাসুদ মোশাররফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে হান্নান শেখ এবং কার্যনিবার্হী সদস্য পদে বিমল কুন্ডু, সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, আতিক সিদ্দিকী, সাগর বসাক ও আরিফুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম গোপন ব্যালট পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলো।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024