মাসুম বিল্লাহ,বগুড়াঃ ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিস্টদের চক্রান্তে কেউ পা দেবেন না। ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার করতে হবে। ক্ষমতার হাত পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোন পরিবর্তন হয়নি। ইসলামীক দল ছাড়া নীতির পরিবর্তন করা সম্ভব নয়। ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনাকে বিতারিত করেছি আর কোন ফ্যাসিস্ট কে ক্ষমতায় বসাবেন না। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দেয়ার আহবান জানাই। বগুড়ার শেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার আয়োজনে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি মুহাম্মাদ সৈয়দ ফয়জুল করিম উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সভাপতি মাও: মোকাল্লেম হোসেন ওসমানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মাও: আ.ন.ম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক প্রভাষক মুহা. শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাও: মুফতী মহিব্বুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বগুড়া জেলা সভাপতি মাও: আব্দুল মতিন, ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু, সহ-সভাপতি আলহাজ¦ ইমরান কামাল, যুব আন্দোলনের সভাপতি এম আলিফ হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ ইব্রাহিম খলিল।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মাও: আব্দুল মজিদ ও মুফতি ফাহিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক আবুল বাসার, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহা: ওমর ফারুক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শেরপুর শাখার সভাপতি মাও: আতাহার আলী, সাধারণ সম্পাদক মাও: আতিকুর রহমান, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ যুব, শ্রমিক, ছাত্র ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ।