আসাদুজ্জামান খান লিপন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সৈয়দ সাইদ আহমেদ। ৩১ ডিসেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা ছাত্র দলের সভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে সৈয়দ সাইদ আহমেদ বলেন গত ২৭ ডিসেম্বর একটি পত্রিকায় আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয় যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কল্পনা প্রসূত। মূলত প্রকাশিত সংবাদে কেমল মাত্র অটোরিকশা সমিতিকে তাদের ঐক্য ধরে রাখতে অনুমোদন দেওয়া ছাড়া প্রকাশিত বিষয় গুলোর সাথে আমার এবং আমার দল বিএনপির কোন সংশ্লিষ্টতা নেই।তিনি আরো বলেন আমি অষ্টগ্রাম উপজেলা ছাত্র দলের সভাপতির পদ থেকে শুরু করে তিলে তিলে নীজেকে আজকের এ পর্যায় পর্যন্ত নীজের মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে উদ্বর্তন নেতৃবৃন্দের ভালোবাসায় নীজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। এবং দীর্ঘ দিন যাবৎ উক্ত পদে দায়িত্ব পালন করে আসছি। বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে আমি সহ আমার অনেক নেতাকর্মী রাজনৈতিক ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় আসামি হয়েছি এবং আমি সহ আমার অনেক নেতাকর্মী মাসের পর মাস কারাবরণ করেছি। দীর্ঘ সময় ধরে সফলতার সাথে সভাপতির দায়িত্ব পালন করে আসাটাই মূলত আমার কাল হয়ে দাড়িয়েছে। সম্প্রতি দলে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের দোসর, সুবিধাবাদী আওয়ামীলীগ এবং হাইব্রিডদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে না পেরে বিগত সরকারের দোসর কিছু বিতর্কিত মিডিয়ার আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।