
বিএনপি-জামায়াত আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে এ কালচার আমরা চাই না : সারজিস

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: আমরা আপনাদের স্পষ্ট করে বলতে চাই আমরা এনসিপি করি বলে বিএনপি ও জামায়াত আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে। এ কালচার আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশে এই নোংরা কালচার আর দেখতে চাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসঙ্গে জেলা-উপজেলায় কাজ করব। আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করবে। কোন প্রতিনিধির মার্কা থাকুক আর না থাকুক, দল থাকুক আর না থাকুক, সে যদি ভালো মানুষ হয়, মানুষের জন্য কাজ করে তাকেই আপনারা প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন। একটা জিনিস মনে রাখবেন জুলাই অভ্যুত্থানে পরবর্তী এটা নতুন বাংলাদেশ, আপনাদের দিনাজপুর জেলার ৯ জন শহীদ হয়েছেন, শত শত মানুষ জুলাই আন্দোলনে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, আপনাদের সন্তানেরা তাদের কাজ গুলো সম্পন্ন করেছে। এখন বাবা চাচা মা বোন হিসাবে আপনাদের দায়িত্ব হবে আপনাদের কাজ করা। আপনাদের কাজ কি নির্বাচন সামনে আসবে কোন একটা দল দেখে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই, একটা মার্কা দেখে অন্ধ ভাবে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। কেউ একজন যদি ভালো কাজ করে, ভালো মানুষ হয়। যদি আমার দলের নাও হয় আপনারা তাকে ভোট দিন। ভালো মানুষের হাতে যদি ক্ষমতা থাকে সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহার হবে। আর যদি খারাপ মানুষের হাতে মার্কা, দল দেখে আপনি ক্ষমতা তুলে দেন, তাহলে সেই ক্ষমতা আপনাকে শোষণ করার জন্য ব্যবহার হবে। সেই ক্ষমতা এলাকায় এলাকায় চাঁদাবাজির করার জন্য ব্যবহার হবে। সেই ক্ষমতা, ক্ষমতার অপব্যবহার জন্য ব্যবহার হবে। আজ মঙ্গলবার সকাল ১১টায় ঘোড়াঘাট পৌরসভার গাইবান্ধা মোড়ে এনসিপির পক্ষ থেকে উত্তরাঞ্চলের দিনাজপুরে ১৩ উপজেলায় ২দিনের সফরে এসে উপজেলা জাতীয় নাগরিক কমিটির আয়োজিত উপজেলার কমিটির সভাপতি প্রভাষক আব্দুল মান্নান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথা গুলো বলেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পথসভায় তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলেছি, নতুন বাংলাদেশ অনেক স্বপ্ন হাজারো মানুষ জীবন দিয়েছেন, ছয় বছরের শিশু জীবন দিয়েছেন, জুলাই আন্দোলনের যারা জীবন দিয়েছে তাদের অর্ধেক সন্তানের বয়স ১৮ বছরের নিচে, তাদের এই জীবন গুলোকে, জীবন দেওয়া টাকে আমরা বৃথা দেওয়া যেতে যায় না, আপনাদের কাছে অনুরোধ আপনাদের এই উপজেলায়, মনে রাখবেন যারা ভাল মানুষ তাদের ভালো বলতে হবে যারা খারাপ মানুষ তাদের খারাপ বলতে হবে। এনসিপির এ নেতা বলেন, দেশে সরকারি বিভিন্ন দপ্তরে টাকা ছাড়া জনগণ কোনো সুযোগ-সুবিধা বা সেবা পায় না। সামনের দিনে টাকা ছাড়া কাজ হবে না এই চর্চা আর থাকবে না। অনুষ্ঠানে এনসিপির গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক আল মেহরাজ শাহরিয়ার মিথুন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আলী নাসের খান, আবু সাঈদ লিয়ন প্রমুখ। এসময় এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ দিনাজপুর জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং এনসিপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।