নাটোর জেলা প্রতিনিধি,মো:বিপ্লব তালুকদারঃ নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে কারিগরি ও মাদ্রাসার প্রধানদের নিয়ে উপজেলা ভিত্তিক একদিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৪ জুন) সকাল সাড়ে ১০টার সময় স্থানীয় বুড়ির ভাগ উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে এই ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়।
বুড়ির ভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখনে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আনছারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুড়ির ভাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফসার আলী
, উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের উপজেলা কমিশনার ফেরদৌসি বেগম, সাধারন সম্পাদক মাহবুবা আখতার, সদস্য আরজিনা খাতুন, জেসমিন সুলতানা প্রমুখ। ওরিয়েন্টেশন কোর্সে ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ অংশগ্রহণ করেন।