লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর থানা এলাকা হতে এক কেজি গাজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০১/০৬/২০২৪ খ্রি: ২২.০০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন মহিষাকান্দি বাজারিপাড়া সাকিনস্থ নীলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করে আসামি রুবেল আহম্মেদ ওরফে বাদশা (৪৩), পিতা- মতিউর রহমান, সাং-মহিষকান্দি (বাজারিপাড়া), থানা ও জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ০১ (এক) কেজি নামক মাদকদ্রব্য উদ্ধার করে এবং তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।