সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম : ২৩.১২.২০২১
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে সাত ইউনিয়নের ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৬৩ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন। এসময় সাত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ওসি আলমগীর হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল। এসময় অন্যান্যর মধ্যে উপজেলা প্রকৌশল এন্তাজুল রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত ১১ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নে ভোট অনুষ্টিত হয়।