মোঃ আসাদুজ্জমান আপেল পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় ঃ পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। হিম বাতাস ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘনকুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন গুলো চলাচল করছে।তীব্র শীতে নিম্ন আয়ের লোকজন কাহিল হয়ে পড়েছে। দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন খড়—কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
গরম কাপড়ের অভাবে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেনা। কাজ করতে না পারায় তারা চরম দুভোর্গে পড়েছে।
এদিকে সকালে রোদের তীব্রতা বাড়লেও বিকেল হতেই বইছে উত্তরের হিম বাতাস ও সেই সাথে বাড়ছে শীত। সন্ধ্যা হতেই মানুষজন বাজারের প্রযোজনীয কাজ শেরে বাড়িতে চলে যাচ্ছে।
শহরের পৌর খালপাড়ার বাবু জানান, পঞ্চগড়ে প্রচন্ড শীত পড়েছে। মোটা কাপড় পড়েছি তবু শীত মানছেনা। ভোরে রাস্তায় বের হয়েছি দেখি গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার কুয়াশা ঝড়ছে। রাস্তায় চলাফেরা করতে খুব কস্ট হচ্ছে।
অটো চালক আব্দুল মালেক জানান,ভোেও গাড়ী নিয়ে বের হয়েছি টাকা—পয়সা আয় করার জন্য। কিন্তু ঘনকুয়াশা থাকায় যাত্রী বাড়ি থেকে বের হয় না। যাত্রী না থাকায় আমরা খুব কস্টে দিন—যাপন করছি। সরকার যদি আমাদেরকে সহায়তা কেও তা হলে ভালো হয়।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ রাসেল শাহ সময় নিউজকে জানিয়েছেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠা—নামা করছে। আজ শনিবার (৮ জানুয়ারী) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস ।
৮.১.২০২২