রাণীশংকৈলে পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ


সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগের বিধি সংশোধনের দাবি ও ইন্সট্রাক্টরদের করা মামলার রায়ের প্রতিবাদে সারা দেশে ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। শনিবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে রাণীশংকৈল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,আমাদের ৫দফা যৌক্তিক দাবি অনতি বিলম্বে মেনে নিতে হবে দাবি পুরন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।