সারাদেশে

লালমোহন শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহন শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার আয়োজনে আলোচনা দু’য়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে লালমোহন মধ্য বাজারের মাস্টার পাড়ায় অবস্থিত শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার হল রুমে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দারুসূল কুরআন পেশ করেন,প্রধান অতিথি লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস,বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা আমীর মাওঃ মো.আব্দুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক এ্যাড. রহমাত উল্যাহ সেলিম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য প্রদান করেন, মাও: মোশাররফ হোসাইন, মাও: মাহমুদুল হাসান, মাও: আইয়ুব আলী, মাও: মঈনুল ইসলাম প্রমুখ এসময় অন্যান্যদের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার কার্যনির্বাহি পরিচালক এম. এ হাসান,এ কে আজাদ, মাও:ফরিদ উদ্দিন, আব্দুল আজিজসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা খালেদ হোসেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *