অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ইসফা খাইরুল হক শিমুল


রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান পুঠিয়া ভালুকগাছি ইউনিয়নে ম্যাচ পাড়া গ্রামে,মোঃ রশিদ মোল্লার ছেলে,মো:নাজমুল হোসেনের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে তার দোকানটি পুড়ে যায়,দোকানে ছিল তার ব্যবসার ভ্যান,সেই ভ্যানে করে তিনি ছুরি মালা গ্রামে ঘুরে ঘুরে ব্যবসা করত, একমাত্র রুজির সম্বল ছিল সেই ভ্যানটি,নাজমুল হোসেন বলেন আবেগ ভূত হয়ে,আমার সব কিছু আগুনে পুরে শেষ হয়ে গেছে,আমি কি করবো হতাশ ছিলাম হঠাৎ রাজশাহী থেকে ছুটি এলো আমার প্রাণপ্রিয় বড় ভাই ইসপা খাইরুল হক শিমুল,তিনি আরো বলেন এরকম মানুষ আমরা নেতা হিসাবে দেখতে চাই যিনি গরিবের দুরর্দিনে এগিয়ে আসে। এই দুর্ঘটনার খবরটি শুনে ছুটে আসে,শহীদ জিয়ার সৈনিক,গরিব দুঃখী মানুষের নেতা,অন্যায়ের বিরুদ্ধে আপসহীন পুঠিয়া দুর্গাপুরের কান্ডারী ও পুঠিয়া দুর্গাপুরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইসফা খাইরুল হক শিমুল। ইসফা খাইরুল হক শিমুল নগদ অর্থ ক্ষতিগ্রস্তের হাতে তুলে দেন,ও পরিবারের রুজি একমাত্র ভ্যান কিনে দেওয়ার অঙ্গীকার করেন।এ সময়ে ম্যাচপাড়া বাজারে ও হাজির হাটে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন ইসফা খাইরুল হক শিমুল। এ সময় আরো উপস্থিত ছিলেন,মোঃএকরামুল হক সাবেক সিনিয়র সহ-সভাপতি পুঠিয়া উপজেলা বিএনপি,শামীম আহমেদ সাবেক সংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা বিএনপি,নাজমুল গনি পিন্টু আহ্বায়ক ভালুকগাছি ইউনিয়ন বিএনপি,মোস্তাক আহমেদ যুগ্ন আহ্বায়ক ইউনিয়ন বিএনপি,তোহিদ মাস্টার সদস্য সচিব ভালুকগাছি ইউনিয়ন বিএনপি,সানোয়ার হোসেন জাদু সহ-সভাপতি রাজশাহী জেলা যুবদল,দেলোয়ার সরকার আলামিন সহ-সাংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা যুবদল,ফজলু হক মিলন যুগ্ন আহ্বায়ক ভালুকগাছি ইউনিয়ন যুবদল,আপেল মাহমুদ রাজু যুগ্নু আব্হায়ক ভালুকগাছি ইউনিয়ন যুবদল,সোহেল রানা মিঠুন যুগ্ন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল পুঠিয়া উপজেলা,তরিকুল ইসলাম তারেক সাবেক সদস্য রাজশাহী জেলা ছাত্রদল,সাবেক সহ-সভাপতি পুঠিয়া উপজেলা যুবদল এনামুল হক,বানেশ্বর ইউনিয়ন ৩ নং বালেশ্বর ইউনিয়ন সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন,নুরে আলম ৫ নং ওয়ার্ড বিএনপি বানেশ্বর,মোঃ নুরুল ইসলাম নবী সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি,সহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।