
কালিগঞ্জের নলতায় দুই হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে দুইটি হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার নলতা বাজারে অবস্থিত ‘রান্নাঘর’ ও ‘বন্ধু বিরিয়ানি হাউজ’-এ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
অভিযানে সহায়তা করেন বিজিবি’র কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার নূর হোসেন। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ‘রান্নাঘর’ হোটেলের মালিক মাহাবুব আলম ও আবুল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই অপরাধে ‘বন্ধু বিরিয়ানি হাউজ’-এর মালিক যশোর বেনাপোলের ইয়াকুব হোসেন ও কোরবান আলীকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। তবে অভিযানের সময় উভয় পক্ষ তাদের দোষ স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় কারাদণ্ড থেকে রেহাই পান। নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।