
কানাইঘাট সীমান্তে পুশইনকালে বিজিবির হাতে ১৬ জন আটক

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ কর্তৃক নারী,পুরুষ ও শিশুসহ ১৬ জনকে পুশইন করার সময় আটক করেছে বিজিবি। জানা যায়,আজ বুধবার সকাল ১০টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশকালে সুরমা বাজার এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১৯ ব্যাটালিয়নের একটি দল এ ১৬ জনকে আটক করেন। আটককৃতদের কাড়াবাল্লা সুরমা বাজারের একটি বাসায় বিজিবির হেফাজতে রাখা হয়েছে। তাদের মধ্যে ৬জন নারী,৮জন পুরুষ ও ২জন শিশু রয়েছে। বিজিবির হাতে আটককৃতরা দীর্ঘদিন থেকে ভারতে বসবাস করে আসছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে তাদেরকে বাংলাদেশী বলে ভারতের বিএসএফ দনা সীমান্ত এলাকা দিয়ে পুশইন করেছে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিজিবি ১৯ ব্যাটালিয়ন অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মো.জুবায়ের আনোয়ার জানান,সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। আজ বুধবার যাদেরকে পুশইন করানো হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান,সীমান্ত এলাকায় ১৬ জনের আটকের বিষয়টি তিনি জেনেছেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, বিজিবির হাতে ১৬ জন আটকের খবর তিনি পেয়েছেন । তবে তাদেরকে এখনো থানায় হস্তান্তর করেনি বিজিবি। এদিকে আটগ্রাম বিজিবির ক্যাম্পের হাবিলদার অরিপুর বলছেন বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সীদ্ধান্তে আটকৃত ১৬ জনের ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Enter
Mijanur Rahman