
মৌতলা বাজার ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উদ্যোগে ফুটবল ম্যাচ (২৫) অনুষ্ঠিত

শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধি:
মাদককে না বলি ফুটবলকে হ্যাঁ বলি শান্তিপূর্ণ সমাজ গড়ি এ স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে মৌতলা বাজার ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির যৌথ উদ্যোগে এক বিশাল প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। (মঙ্গলবার ১ জুলাই) বিকাল ৫ টায় মৌতলা নামাজগড় ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন ঘোষণা করেন প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসক ডা, মঈন ময়না, মৌতলা বাজার ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির যৌথ উদ্যোগে খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় যে দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন তার একদিকে ক্যামিষ্ট সমিতির সভাপতি শেখ মাহমুদুল হক জিল্লুর এর নেতৃত্বে হলুদ দল অপরদিকে ক্যামিষ্ট সমিতির সাধারণ সম্পাদক শেখ নুরুন্নবী শাহিন এর নেতৃত্বে লাল দল (৪) ও হলুদ দল(২) গোলে পরাজিত করে বিজয় অর্জন করে লালা দল ।
সমগ্র খেলাটি পরিচালনা করেন উদীয়মান ফুটবলার রেফারি কাজী রফিক। শেখ মাহমুদুল হক জিল্লুর এর নেতৃত্বে হলুদ দলের পেলেয়ার ছিলেন শেখ মাহমুদুল হক জিল্লুর, শেখ ফজলু, শেখ মারুফ হোসেন, শেখ হিরোন,গ্রাম্য ডাক্তার আমিন আহমেদ, গ্রাম্য ডাক্তার মোল্লা শফিকুল ইসলাম, গ্রাম্য ডাক্তার শেখ সহিদ, গ্রাম্য ডাক্তার কাজী হাদী, মীর সাগর, মাসুদ, ডাক্তার মঈন ময়না, গ্রাম্য ডাক্তার আব্দুল সাত্তার, অপরদিকে লাল দলে খেলায় অংশগ্রহণ করেন , শেখ নুরুন্নবী শাহিন, গ্রাম্য ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, হোমিওপ্যাথিক চিকিৎসক সবুজ, আবু, সাগর, শ্রী চম্পক , গ্রাম্য ডাক্তার বাবু, গ্রাম্য ডাক্তার খাঁন অহেদ, গ্রাম্য ডাক্তার আল আমিন, কবির, নাজমুল, গ্রাম্য ডাক্তার আজিজুর রহমান, আব্দুল্লাহ প্রমূখ। খেলাটিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হন লাল দলের শেখ নুরুন্নবী শাহিন ও সবুজ, হলুদ দলের শেখ মাহমুদুল হক জিল্লুর ও হিরোন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস ডোর ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক শেখ নাজমুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কলাম সৈনিক শেখ মারুফ হোসেন, ডক্টরস ডোর ডায়াগনস্টিক সেন্টার এর এডমিন অফিসার মনির, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে রাত্রে এক প্রীতি ভোজন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।