সাতক্ষীরায় রাতের আঁধারে আওয়ামী লীগ সেজে মিছিল, সময়ক বহিষ্কার


মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: রাতের আঁধারে হেলমেট পরে ‘জয় বাংলা, জয় ববন্ধু’ স্লোগান। সাথে ছিল ’জামায়াত-শিবিরের চামড়া, খুলে নিব আমরা,বিএনপির চামড়া- খুলে নিব আমরা’ স্লোগানও। আর যারা স্লোগান দিচ্ছিলেন সবাই ছিলেন হেলমেট ও মাস্ক পরিহিত। মিছিলটি বের করা হয়েছিল গত বুধবার (১৬ জুলাই) অর্থাৎ গোপালগঞ্জে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষের দিন গভীর রাতে। এবার সেই মিছিলের অন্যতম নেতৃত্বে থাকা দেবহাটা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৩ জুলা জুলাই) সংগঠনের প্যাডে দেয়া এক লিখিত আদেশে অপকর্মে লিপ্ত মুজাহিদ বিন ফিরোজকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. আরাফাত হোসেন। এদিকে দেবহাটা উপজেলা জামায়াতের একাধিক দায়িশীল সূত্র জানিয়েছে, মুজাহিদের সাথে ওই মিছিলে থাকা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়েও রীতিমতো বেকায়দায় পড়েছে সংগঠনটি। গত কয়েকদিনে জেলা ও উপজেলায় দফায় দফায় বৈঠক করেও এখনও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারেননি জামায়াত নেতারা। তবে মিছিলে অংশ নেওয়া নেতা ও কর্মীদের নামের তালিকাসহ অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সাতক্ষীরা জেলা নেতৃবৃন্দের কাছে সুপারিশসহ এরই মধ্যে লিখিত তিবেদন দাখিল করেছেন দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. অলিউল ইসলাম।