ডোমারে সিঁধ কেটে এক রাতে ৭ বাড়িতে চুরি


মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ ডোমার উপজেলায় বোড়াগাড়ী ইউনিয়ন ৬নং ওয়ার্ড সবুজপাড়ায় বেড়েছে চোরের উপদ্রব। এক রাতে পুরো গ্রামের ৭টি বাড়ির সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার (২৪ জুলাই ) গত মধ্যরাতে ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী সবুজ পাড়ায় ৭টি বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন- অহিজল ইসলাম, খলিল রহমান, মোঃ আলী,জয়নুল ইসলাম, বাবলু রহমান,লিচু মিয়া,নাদু মিয়া ৭ জনের বাড়িতে চুরি হয়। স্থানীয়রা জানান, গ্রামের লোকজন যে যার মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সংঘবদ্ধ চোর চক্র ওই গ্রামের ৭টি বাড়ির সিঁধ কেটে ঘরে ঢুকে নগদ টাকা-পয়সা, স্বর্ণ অলংকার পোশাক ও নিয়ে যায়। একই গ্রামের একরামুল হক বলেন, সব থেকে বেশি ক্ষতি হয়েছেন ওই গ্রামের নাদু মিয়া। তার বাড়ি থেকে প্রায় ৩০,০০০ হাজার টাকা স্বর্ণ নিয়ে গেছে চোর চক্রটি। তিনি বলেন, এক রাতে একই কৌশলে পুরো গ্রামে চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে বেশ আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই ক্ষুদ্র ও প্রান্তিক চাষি ।পরিবার পরিজন নিয়ে চিন্তিত অনেকেই। একই গ্রামের বাসিন্দা মাসুদ বলেন, কোনো বাড়ির বেড়া ভাঙেনি। প্রতিটি বাড়ির সিঁধ কেটে ভেতরে ঢুকে নগদ টাকা-পয়সা, স্বর্ণ নিয়ে গেছে। একই সঙ্গে ৭টি বাড়িতে চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। গত কয়েক মাস আগে এ গ্রামে এক রাতে ৪টি বাড়িতে চুরি হয়েছিল। যার এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। গ্রামের ইউপি সদস্য হাবিবুর রহমান(বাবু)ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।