শিক্ষা

পুঠিয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

পুঠিয়া প্রতিনিধি: মো:কালু মিজান রাজশাহীর পুঠিয়া উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ক্রেষ্ট প্রদান করা হয়েছে। বুধবার ২৩ -জুলাই বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষক অফিসের আয়োজনে মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রোগ্রামের আওতায় উপজেলা মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব এ, কে, এম নূর হোসেন নির্ঝর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব প্রফেসর মোঃ আছাদুজ্জামান পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল রাজশাহী। বিশেষ অতিথি জনাব মোঃ আলমাছ উদ্দিন সহকারী পরিচালক (কলেজ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন,জনাব মোঃ আব্দুল ওয়াহাব জেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) রাজশাহী। জনাব লায়লা আখতার জাহান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুঠিয়া রাজশাহী। আরো উপস্থিত ছিলেন,পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসইডিপি প্রোগ্রামের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় ২০২২ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মানবিক, বিজ্ঞান, কারিগরি, আলিম ও দাখিল বিভাগের ৩৯ জনকে সনদ ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এছাড়াও এসএসসি শ্রেষ্ঠ ও কৃতি ছাত্র-ছাত্রীদের একাউন্টে ১০ হাজার টাকা ও এইচএসসিতে শ্রেষ্ঠ ও কৃতি শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। পুঠিয়া প্রতিনিধি: মোঃ কালু মিজান মোবাইল ০১৭৩৯ ৪০৭৫১৩ ২৩ জুলাই ২০২৫

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *