প্রবাসীদের জাতীয় সংসদের উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আলোচনা সভা


রাকিব হোসেন ঢাকা জাতীয় সংসদে উচ্চ কক্ষে প্রবাসীদের প্রতিনিধি ও প্রবাসীদের ভোটাধিকার এবং দুতাবাস গুলো কুটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে প্রবাসীদের চাকুরী, আকামা, ভিসা সংক্রান্ত জাটিলতা দ্রুত নিরসনের ব্যাবস্থা সহ একাধিক দাবি তুলে ধরেন সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাব আবদুস সালাম হলে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের উদ্দ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার ও সংসদে তাদের ১০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। প্রবাসী ও তাদের পরিবারের সামাজিক ও আর্থিক নিরাপত্তা দিতে হবে। দুতাবাস গুলো কুটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে প্রবাসীদের চাকুরী, আকামা, ভিসা সংক্রান্ত জাটিলতা দ্রুত নিরসনের ব্যাবস্থা করতে হবে। প্রবাসীদের পাসপোর্ট নবায়ন জটিলতা নিরসনে মন্ত্রনালয় থেকে বিশেষ নির্দেশনা দিতে হবে। বিমান বন্দরে মালমাল পরীক্ষা-নীরীক্ষার নামে নিরাঅপরাধ সাধারণ যাত্রীদের লাগেস কাটা-কাটি ও হয়রানী বন্ধ করতে হবে। প্রবাসী ও প্রত্যাগত প্রবাসীদের সহজ শর্তে ব্যাংক লোন, আর্থিক সুবিধা, স্বাস্থ্য ও সামাজিক সূরক্ষা প্রদান করতে হবে। বিমান বন্দরে অত্যাধুনিক স্কাইনিং মেশিন স্থাপন করে প্রবাসী নামধারী চোরাকারবারীদের মালামাল জব্ধ ও আইনি ব্যাবস্থা করতে হবে। প্রবাসীরা নিজ পরিবারের বাহিরে নিকট আত্মীয়দের নিকট রেমিটেন্স প্রেরন করিলে, সরকারকে টেক্স প্রদান করিতে হয়, রেমিটেন্স এর উপর টেক্স প্রদান প্রত্যাহার করিতে হইবে। কুয়েত সহ বিভিন্ন দেশের দুতাবস গুলোতে ফেসিষ্ট সরকারের সময় নিয়োগকৃত দুনির্তিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরত এনে আইনি ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। অনুষ্ঠানটির প্রধান হিসেবে উপস্থিত ছিলেন: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন জাতীয় ফন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস। জেএসডি’র সহ-সভাপতি মিসেস তানিয়ার রব। প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি নেক মোহাম্মদ ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন। আরো অনেকে উপস্থিত ছিলেন।