আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়া প্রতিনিধিঃ গ্রাম পর্যায়ে সরকারি স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ। আজ সকাল ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স ময়দানে স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকতা ডাক্তার মহিউদ্দিন মাজেদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া – পেকুয়া আসনের সংসদ জাফর আলম,অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক আবুল, কাশেম,চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু,আরএমও, মুজিবুর রহমান,পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ বারেক,জেলা পরিষদের সদস্য এইচ,এম শওকত, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম বদিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুদ্দীন খালেদ সহ অনেকে। এসময় বক্তারা পেকুয়ার প্রত্যেকটা মানুষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি সেবা নেওয়ার আহবান জানান। উপজেলা পর্যায়ের সব ধরনের চিকিৎসা সেবা বিনা মূল্যে দেওয়া হয়। জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের মাধ্যমে এই মেসেজ জনগণের কাছে পৌঁছাতে চান কতৃপক্ষ।